ফুলের হাসি ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা

| শনিবার , ১৯ এপ্রিল, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই’এই স্লোগানে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফুলের হাসি ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা গত ১৮ এপ্রিল সন্ধায় নগরীর কাজির দেউড়িস্থ মেরিটাইম মিউজিয়াম ক্যাফেতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। ফুলের হাসি ফাউন্ডেশন উপদেষ্টা লায়ন নবাব হোসেন মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা মো: শওকত হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু তাহের চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুল নুর, ক্যাপ্টেন মহসিন আলম, ক্যাপ্টেন সাঈদুল ইসলাম সাইদ, অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী বায়েজিদ সহ আরো অনেকেই। অনুষ্ঠানে ফুলের হাসি আজীবন সম্মাননা পান উপদেষ্টা লায়ন নবাব হোসেন মুন্না ও বিশিষ্ট সমাজ সেবক আবদুল নুর। প্রধান অতিথি শওকত হোসেন বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের পথচলার ৫ বছরে নানা মানবিক কার্যক্রম এর সাথে জড়িত। প্রধান আলোচক শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন, বন্যার্তদের ত্রাণ সহায়তা, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের শীত বস্ত্র বিতরণ এবং সুবিধা বঞ্চিত শিশুদের স্বপ্ন পুরণ এর মতো সামাজিক ও মানবিক কার্যক্রম ফুলের হাসি ফাউন্ডেশন ভবিষতেও অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণ সাহিত্যিক দীপালী ভট্টাচার্য আর নেই
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীতকরণের আহবান