‘ডাক্তার ইয়ানুশ কোরচেক। পোল্যান্ডের শিশু বিশেষজ্ঞ। শিশুদের বুড়ো ডাক্তার, পেন ডাক্তার। প্রায় দুইশ এতিম শিশুকে নিয়ে তার অনাথ আশ্রম, সংসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতায় তাদের ধরে আনা হয় ওয়ারশ ঘেটোর এক পরিত্যক্ত দালানে। অসংখ্য সীমাবদ্ধতার মধ্যেও কোরচেক শিশুদের মানস বিকাশে নানা কার্যক্রম চালু রাখেন। একবার স্বপ্নে দেখেন রবীন্দ্রনাথ তাকে ডাকঘর বইটা দিয়েছেন শিশুদের নিয়ে নাটকটি মঞ্চায়নের উদ্দেশ্যে। নাটকে অসীমের পানে যাত্রার দর্শনের সাথে মিলে যায় বুড়ো ডাক্তারের শিশুদের নিশ্চিত গন্তব্য।
১৯৪২ সালের ১৮ জুলাই ওয়ারশ ঘেটোতে সেই শিশুদের নিয়ে মঞ্চায়িত হয় নাটক ‘ডাকঘর’। নাটক মঞ্চায়নের আড়াই সপ্তাহ পর ৬ আগস্টকোরচেকসহ শিশুদের নিয়ে যাওয়া হয় কুখ্যাত ত্রেবলিংকা কারাগারে। এরপর এ পৃথিবীতে শিশুগুলোর আর দেখা মেলেনি কোথাও, কোনোদিন।
এমন সত্য ঘটনা নিয়ে শিশু প্রতিষ্ঠান ফুলকি মঞ্চায়ন করছে নাটক ‘পোচতা (ডাকঘর)’। আজ বৃহস্পতিবার থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে তিনটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। দর্শক বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৯ বছর থেকে তদূর্ধ্ব।
রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নাটকের অনুবাদ উইলিয়াম রাদিচের লেখা ‘দ্য পোস্ট অফিস’ বইয়ের ভূমিকা অবলম্বনে গবেষণা, দৃশ্যভাবনা ও পাণ্ডুলিপি নির্মাণ করেছে ফুলকির শিশুরাই। সম্পাদনা ও নির্দেশনায় মুবিদুর রহমান সুজাত। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফুলকির বিভিন্ন প্রকল্পের শিশুরা। রয়েছে বড়দের চরিত্রও। মঞ্চে অভিনয় করবেন স্বপ্নময় মোহর, ঋদ্ধিমান রোদ্দুর, অরিত্র বড়ুয়া, সারাহ, শেখ রেহেনুমা মাহনূর, দেবর্ষী দীপ্র, রোহান রাজ, অগ্নিপ্রভা বৈদ্য, দেবস্মিতা দাশ, রুযাইনা ওয়াফিয়া, জুবিয়া রহমান, রেহনুমা তাসনীম, সুরঞ্জনা তলাপাত্র, প্রজ্ঞা প্রিয়া হালদার, নয়নিকা নাথ, শ্রীজা মজুমদার, দীপ্র ওঙ্কার সোফি, শ্রেয়সী বড়ুয়া, সুহিতা দে, শারদ প্রত্যুষ বল, জয়ন্ত ঘোষ শশী, স্বস্তিক দাস, অনিরুদ্ধ পাল, জারিন আনজুম, অরিত্র ঘোষ, অনুপ্রিয় বড়ুয়া,আদিত্য বড়ুয়া, আদিত্য নন্দী, পার্থিব প্রাজ্ঞ, আয়মান তাহনিফ, স্বনন সরোবর আহমেদ, শুভার্থী ঋতবান, স্বপ্নীল চৌধুরী, শেখ নাফসান ইউসরা, অর্চি অনিন্দিতা, দিব্য চক্রবর্তী, মুহ্তাসীম ইসলাম, লুবাবা ইলমিয়াত, সুজলা স্রবন্তী আহমেদ, জেরিন চৌধুরী প্রীতি, রুশমিলা ইসলাম ও সঞ্জয় ধর। ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন শিশুদের নিয়ে অভিভাবকদের নাটকটি দেখার আমন্ত্রণ জানান। প্রেস বিজ্ঞপ্তি।