ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

উৎসবমুখর আয়োজন

| বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৭ পূর্বাহ্ণ

ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে। শুরু হয়েছিলো গত ১৪ সেপ্টেম্বর থেকে। প্রতিদিনই শিক্ষার্থীদের নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত বুধবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি নানা বিষয়ের সাংস্কৃতিক চর্চা ফুলকির শিক্ষার্থীদের সুন্দর মনের মানুষ হয়ে উঠতে সাহায্য করে। এতে উপস্থিত ছিলেন ফুলকি ট্রাস্টের সভাপতি আবুল মোমেন, অধ্যক্ষ শীলা মোমেন, প্রধান শিক্ষক শুভ্রতা দাশসহ সকল শিক্ষকবৃন্দ। অতিথিবৃন্দ পুরষ্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন। সাংস্কৃতিক উৎসবে প্রাথমিক পর্যায়ে পুন্ড্র, সমতট, গৌড়, বঙ্গ, হরিকেল, রাঢ়, তাম্রলিপ্ত ও বরেন্দ্র এই আটটি দলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ভাগ করা হয়। শিক্ষার্থীরা এককভাবে সঙ্গীত, বাংলা কবিতা আবৃত্তি, ইংরেজি কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বাংলা গল্পবলা, ইংরেজী গল্পবলা বিষয়ে অংশগ্রহণ করে। এছাড়া দলীয়ভাবে সাধারণ জ্ঞান বিষয়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয় রাঢ় দল। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় পুন্ড্র দল। প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় সদ্য সদাব্রতী ও অনুধ্যা সুহাসিনী বিশ্বাস। মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি, উয়ারীবটেশ্বর এই চারটি দল তাদের পরিবেশনা করে। মাধ্যমিকের জন্য থিম ছিল সব কাজে হাত লাগাই মোরা একসাথে। এছাড়া নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে একক পরিবেশনায় অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউরোপীয়ান ক্লাবকে প্রীতিলতা স্মৃতি যাদুঘরে রূপান্তরের দাবি
পরবর্তী নিবন্ধনিঃস্বার্থ নবজীবনের যুগপূর্তি উদযাপন