চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর পাহাড়তলি ওয়ার্ড ও আকবর শাহ (আংশিক) এবং সীতাকুণ্ড উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম–৪ সংসদীয় আসনে নৌকার টিকেট পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। এ আসনে মনোনয়ন চেয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াসহ আরো ১০ প্রার্থী। গতকাল বুধবার বিকেলে ফুল আর মিষ্টি নিয়ে এস এম আল মামুন দেখা করতে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতির মুরাদপুর গোলাবাড়িয়াস্থ বাসভবনে। এসময় তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াকে মিষ্টিমুখ করান। অন্যদিকে বাকের ভূঁইয়া এবং তার সহধর্মিনী সীতাকুণ্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া বাকের মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন এসময় বলেন, আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কোনো প্রতিহিংসা নেই। ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রীকে এ আসন উপহার দিতে হবে। বাকের ভূঁইয়া বলেন, আমি প্রথম থেকেই বলে আসছি, নৌকা যার, আমি তার। আমি নৌকা প্রতীকের বিজয়ে কাজ করে যাব। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লা মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান।