ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনার। মোমের আলোয় আলোকিত বধ্যভূমি। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনার এবং পাহাড়তলী বধ্যভূমিতে এভাবেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গতকাল মঙ্গলবার প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, বুদ্ধিজীবী হত্যা পৃথিবীর ইতিহাসে একটি বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা। পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তর সালে তাদের পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করার জন্য দেশীয় দোসরদের সঙ্গে নিয়ে এ দেশের বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছে। তারই নীলনকশা অনুযায়ী আমরা হারিয়েছি মেধাবী সন্তানদের। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করি।
মহানগর আওয়ামী লীগ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা গতকাল সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউট হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী জাতির মেধাবী সন্তানদের হত্যা করে এই দেশকে পেছনে ঠেলে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শেখ মো. ইসহাক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, নির্বাহী সদস্য মোরশেদ আকতার চৌধুরী, মহানগর যুবলীগের দেলোয়ার হোসেন খোকা, থানা আওয়ামী লীগের হাজী সুলতান আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের আমিনুল হক রঞ্জু।
উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, শফর আলী, নোমান আল মাহমুদ, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান ছিদ্দিকী, হাজী মো. হোসেন, হাজী জহুর আহমেদ, আবু তাহের, আবদুল আহাদ, নির্বাহী সদস্য আবুল মনছুর, সৈয়দ আমিনুল হক, মোহব্বত আলী খান, বখতেয়র উদ্দিন খান, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী, জাফর আলম চৌধুরী, হাজী বেলাল আহমেদ প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা গতকাল সকাল ১১টায় সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেযারম্যান এম এ সালামের সভাপতিত্বে দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন বাবলুর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, নজরুল ইসলাম তালুকদার, আলাউদ্দীন সাবেরী, জাফর আহমদ, ইঞ্জিনিয়ার মেসবাহ উল আলম লাভলু, নাজিম উদ্দীন তালুকদার, আবু তালেব চেয়ারম্যান, আ স ম ইয়াছিন মাহমুদ প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস ও আবুল কালাম চৌধুরী, অ্যাডভোকেট মীর্জা কচির উদ্দীন, প্রদীপ দাশ, অ্যাডভোকেট জহীর উদ্দীন, নুরুল আবছার চৌধুরী, আবু জাফর, খোরশেদ আলম, ডা. তিমির বরণ চৌধুরী, বোরহান উদ্দীন এমরান, আব্দুল হান্নান চৌধুরী মঞ্জু, আব্দুর কাদের সুজন, অ্যাডভোকেট কামরুন্নাহার, বিজয় কুমার বড়ুয়া, ছিদ্দিকি আহমদ বিকম, নাছির আহমদ চেয়ারম্যান, চেয়ারম্যান ওমর ফারুক, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, নুরুল হাকিম, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, কল্পনা লালা, খালেদা আক্তার চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী, নওয়াব আলী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, আবু সাদাত মোহাম্মদ সায়েম, দিদারুল আলম দিদার, মমতাজ উদ্দীন, ডা. রুবেল দাশ, অ্যাডভোকেট পাপড়ী সুলতানা, জীবন আরা বেগম, শাহীন আক্তার সানা, তামান্না সুলতানা, তৃষাণ সেনগুপ্ত, রোকেয়া খানম, এস এম বোরহান উদ্দিন, রাশেদুল আরেফিন জিসান, সাধারণ সম্পাদক আবু তাহের, যুবলীগ নেতা আমিনুল নিজামী রিফাত প্রমুখ।
উদীচি চট্টগ্রাম : মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানমালা শুরু করেছে উদীচী চট্টগ্রাম। গতকাল সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠানমালা। এতে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, গেরিলা মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার ও চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি শৈবাল চৌধূরী। সঞ্চালনা করেন উদীচী চট্টগ্রামের সহসভাপতি ডা. চন্দন দাশ।
আবুল মোমেন বলেন, অন্তঃসারশূন্য, গৎবাঁধা পথে মুক্তিযুদ্ধের চেতনার কথা আর বাঙালি জাতীয়তাবাদের কথা বললে হবে না। প্রকৃত অর্থে বাঙালি জাতীয়তাবাদ আর মুক্তিযুদ্ধের চেতনা কী সেটা নতুন প্রজন্মকে জানাতে হবে। সবকিছু নতুন করে ভাবতে হবে।
আলোচনা সভার পর সুচয়ন ললিতকলা কেন্দ্র, রাগশ্রী এবং উদীচী চট্টগ্রামের ক্ষুদে শিল্পীরা দেশের গান পরিবেশ করেন।
এমইএস কলেজ ছাত্রলীগ : ওমর গনি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে গতকাল সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ওমর গনি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রদীপ প্রজ্বলন করেন।
এ সময় কলেজ ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম রাসেল, ইমাম উদ্দীন নয়ন, ইমাম হোসেন ইমন, আবু সাঈদ মুন্না, আওরাজ ভুইয়া রনক, সালাউদ্দিন কাদের আরজু, সোহেল তালুকদার, শেখ নিয়াজ উদ্দিন ফাহাদ, ফজলে রাব্বি, সাইফুল ইসলাম রাহাত, ফারুক আহম্মেদ অপু, মো. জিয়া, ইউসুফ আলী বিপ্লব, মিনহাজুল আবেদীন, রায়হান সিকদার, মাসুম বিল্লাহ, শ্রাবন বড়ুয়া, নুরুল আফছার রাফি, শাহাদাত হোসেন, টনি দে, সুদীপ্ত পাল চৌধুরী, ফারহান আসলাম মাহি, মো. মেহেদী হাসান, আব্দুল্লাহ ফয়সাল, মনিরুল আলম মনির, শাহাদাত হোসেন আবিদ, সুমাই আকতার, তাহমিনা আকতার, শরীফা রহমান উর্মি প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। গতকাল পুস্পস্তবক অর্পণ শেষে চবি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বর থেকে শোক র্যালি বের হয়।
চবি উপাচার্য দপ্তরের সভাকক্ষে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের সভাপতিত্বে ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় মূল বক্তা ছিলেন চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী।
উপাচার্য বলেন, ভবিষ্যতে কোনো অপশক্তি যেন জাতির বিবেক বুদ্ধিজীবীদের ওপর নৃশংসতা চালাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ : চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সালমা রহমান। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রিবেন ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ একরামুল হক। বক্তব্য রাখেন প্রভাষক নাহিদ সুলতানা নীলা, অধ্যাপক আবু শাহারিয়া মো. নোমান, প্রফেসর মুহাম্মদ শামসুল আলম। বাংলা বিভাগের সহযাগী অধ্যাপক রাহিমা ফেরদৌসী কবিতা আবৃত্তি করেন। সভাপতিত্ব করেন অধ্যাপক নাসিরউদ্দীন আহমদ।
ইউএসটিসি : ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) উদ্যোগে ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। ইউএসটিসির একাডেমিক ভবনে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সৈয়দ আলী ফজল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রক্টর কাজী নুর-ই-আলম সিদ্দিকী, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মোতালেব ভূইয়া, ইলেকট্রিকেল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. এস এম জাহিদ কাউসার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজুয়ান করিম এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মায়মুনা খাতুন।
সাদার্ন ইউনিভার্সিটি : সাদার্ন ইউনিভার্সিটিতে গতকাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে আলোচনা সভা এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, অধ্যাপক সরওয়ার জাহান, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ।
সিআইইউ : শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের প্রতিটি নাগরিককে নিজের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। গতকাল সকালে সিআইইউতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বক্তব্য রাখেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, প্রভাষক নসিহ উল ওয়াদুদ আলম, পরিচালক (প্রশাসন) কুমার দোয়েল দে, পরিচালক (এফ অ্যান্ড এ) সুব্রত গুপ্ত প্রমুখ।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফয়’স লেক বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজগর আলী মিন্টু, আমির হোসেন আমু, নুরুল আলম, নজরুল ইসলাম সুমন, সুজিত চৌধুরী, রুমন করিম, শেখ আকবর হোসাইন, মোহাম্মদ জাবেদ, মোজাম্মেল হক, এস এম সালাউদ্দিন সামির, মো. মাসুম, সত্যজিৎ দাশ মিটু, নুরুল আমিন হিরা, মো. ইসহাক, মো. ইকবাল, সাদ্দাম হোসেন প্রমুখ।
মহানগর মহিলা শ্রমিক লীগ : মহানগর মহিলা শ্রমিকলীগের উদ্যোগে পাহাড়তলী বধ্যভুমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। রুবা আহসান চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন আনোয়ারা আলম, শেলিনা খান, নাসিমা আকবর, রুনা মোস্তাক, সুমী তালুকদার, রোজি আক্তার আয়শা, জয়া সিংহ রীনা প্রমুখ।
বাসদ (মার্কসবাদী) : চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা। এ সময় উপস্থিত ছিলেন শফি উদ্দিন কবির আবিদ, ইন্দ্রানী ভট্টাচার্য্য সোমা, আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, দীপা মজুমদার প্রমুখ।
ইডিইউ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। সভাপতিত্ব করেন অধ্যাপক সামস উদ-দোহা। রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. রকিবুল কবির, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন শহিদুল ইসলাম চৌধুরী, প্রক্টর আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক ড. শাহ আহমেদ রিপন ও অনন্যা নন্দী।
সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজ : সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের উদ্যোগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা গতকাল কলেজের হলরুমে অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রভাষক শারমিন আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক এ কে এম শাহনাওয়াজ, প্রভাষক মো. নুরুছাফা, প্রভাষক তন্ময় আচার্য্য প্রমুখ।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান খাগড়াছড়িতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল সকালে র্যালি বের করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। পরে দলীয় কার্যালয়ে আলোচনায় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগে সহসভাপতি কংজরী চৌধুরী, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশুতোষ চাকমা, দিদারুল আলম, শতরূপা চাকমা প্রমুখ।
জেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, জেলা সিভিল সার্জন নুপুর কান্তি বিশ্বাস, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণে অধিদফতরের উপ-পরিচালক ড. শফি উদ্দিন, বন বিভাগেরর বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ন কবির উপস্থিত ছিলেন।
মহিলা কলেজ : এনায়েত বাজার মহিলা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্মরণে নীরবতা পালন, প্রবন্ধ উপস্থাপন, আবৃত্তি, আলোচনা সভা, দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ইলোরা ইসলামসহ নির্যাতিত পরিবারের সদস্যরা।
চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি-৮২ : ‘বুদ্ধিজীবীরা দেশ ও জাতির আলোকবর্তিকা। সমাজের পথ প্রদর্শক, সভ্যতার শিক্ষক। এ কারণেই বাংলা ও বাঙালির মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই পাকিস্তানি হায়েনারা নৃশংসভাবে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। শহীদ বুদ্ধিজীবীদের মনন ও মর্মবাণী হৃদয়ে ধারণ ও বাস্তবায়ন করে এবং আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই আমাদের দেশ সমৃদ্ধির পথে বিকশিত হবে।
গতকাল সন্ধ্যা ৬টায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি-৮২’ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণসভায় বক্তাগণ এই অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন শিল্পী মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন সুরজিৎ বড়ুয়া, এমএম জাকির হোসেন, এটিএম হামিদুল হক চৌধুরী, অ্যাডভোকেট তরুণ কান্তি বিশ্বাস, অ্যাডভোটে নুরুল ইসলাম, জোবায়ের মাহমুদ চৌধুরী, কবি ইউসুফ মুহম্মদ এবং কবি আবু মুসা চৌধুরী। সভা সঞ্চালনা করেন-মোস্তফা শামীম আল যোবায়ের।