ফুটবলের দল বদলের দ্বিতীয় দিনে উত্তাপ ছড়াল মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফুটবলে সবচাইতে বড় আসর প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। গত রোববার থেকে শুরু হয়েছে লিগের ফুটবলারদের দল বদল। কিন্তু প্রথম দিনটি ছিল একেবারেই নিরুত্তাপ। মাত্র দুজন ফুটবলার সেদিন ঠিকানা বদল করেছিল। তবে দ্বিতীয় দিনে এসে দল বদলকে জমিয়ে দিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বর্ণিল সাজে, বাদ্য বাজিয়ে দল বদলের মাঞ্চে হাজির হয় মুাক্িতযোদ্ধার খেলোয়াড় কর্মকর্তারা। গতকাল ১২ জন ফুটবলারকে বিভিন্ন দল থেকে নিজেদের দলে ভিড়িয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তারা হলেন কিষোয়ান স্পোর্টিং ক্লাব থেকে জাহেদুল আলম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি থেকে সাজু আহমেদ এবং শফিকুল ইসলাম। কোয়ালিটি স্পোর্টিং ক্লাব থেকে নাজিম উদ্দীন মিন্ঠু, মোশারফ হোসেন শান্ত, মোহামেডান ব্লুজ থেকে নিয়ে এসেছে মোঃ রাজিব, ওমর ফারুক এবং আবু বক্করকে। উদয়ন সংঘ থেকে সাকের উল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ থেকে মেজবাহ উদ্দিন, ব্রাদার্স ইউনিয়ন থেকে আলাউদ্দিন, রাইজিং স্টার ক্লাব থেকে মোঃ ইমন। এছাড়া দলটির আগের আসরের খেলোয়াড় মো: রফিকুল ইসলাম এবারের লিগেও মুক্তিযোদ্ধার পক্ষে খেলবে বলে সম্মতি প্রকাশ করেছে। ঘরের ছেলে ঘরেই রয়ে গেছে।

গতকালের দল বদল অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সহ সভাপতি ও দল বদল কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম লেদু, জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহি সদস্য মাহমুদুর রহমান মাহবুব, আবু সৈয়দ মাহমুদ, সাইফুল আলম খান, কাজি জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের স্টেডিয়াম প্রতিনিধি এবং সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মো: সরওয়ার আলম চৌধুরী মনি, ফুটবল কমিটির কো চেয়ারম্যান মো: মনির উদ্দিন, মাহফুজুর রহমান, আহমেদ রাসেল, প্রসেনজিৎ দত্ত রাজু, ফুটবল কমিটির সম্পাদক এহসানুল হক চৌধুরী ইমাদ, হাসিবুল সোহাদ চৌধুরী, সৌমেন দত্ত রনি, সাহেদ মুরাদ সাকু, মোরশেদুল আলম চৌধুরী, মীর আহমেদ, মো নাজিম উদ্দীন, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সুমন গুহ, মশিউর রহমান, আশিকুন নবী চৌধুরী,জুনায়েদ রহমান তানিন এবং মেহেদি হাসান। দলের কোচ দেবাশীষ বড়ুয়া দেবু, কর্মকর্তা সাইদুল ইসলাম বুলবুল, কো অর্ডিনেটর সুমনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উৎসব মুখর পরিবেশে দল বদল শেষে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কর্মকর্তারা বলেন তারা জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত যেকোন ইভেণ্টে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ভাল দল গঠন করে এবং মাঠে ভাল খেলা উপহার দেয়।

বরাবরের মত এবারেও শিরোপা জয়ে লক্ষ্যে দল গেেড়ছে মুক্তিযোদ্ধা। তবে মাঠে নিজেদের সেরাটা দিয়ে দল গঠনের সার্থকথা প্রমাণ করতে চায় দলটি। বিভিন্ন দল থেকে ভাল মানের ফুটবলারদের দলে ভেড়ানোর চেষ্টা করেছে দলটি। এরপর বি লিগের এবং বিদেশী ফুটবলার দলে নেওয়ার ক্ষেত্রেও চমক থাকবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধার কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধবাস্কেটবলে সাফল্য পাওয়া কঠিন মনে করছেন না আজম-প্রসেনজিত
পরবর্তী নিবন্ধফ্রান্স-স্পেন দু’দলেরই লক্ষ্য ফাইনাল