ফুটবলে বড় সাফল্য মেয়েদের | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ ২০২৪ সালে ফুটবলে বড় সাফল্য সাবিনাদের সাফ জয়। নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতেন মেয়েরা। এরপর দেশে ফেরার পর তহুরা–রুপনাদের দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা। ২০২২ সালের মতো ছাদখোলা বাসে আবার বরণ করা হয় তাঁদের।