ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ও স্নুকারের প্রীতি ম্যাচে চিটাগাং ক্লাবের জয়

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব ও গুলশান ক্লাবের মধ্যে ফুটবল ও ক্রিকেট, ব্যাডমিন্টন ও স্নুকারের প্রীতি ম্যাচে চিটাগাং ক্লাব জয় লাভ করেছে। লন টেনিসে চিটাগাং ক্লাবকে হারায় গুলশান ক্লাব লিঃ। গত ২৩ জানুয়ারি রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার (ফরহাদ), ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সরওয়ার হাসান, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম ও শেখ হাছান জামান প্রমুখ এবং গুলশান ক্লাবের প্রেসিডেন্ট এম এ কাদের আনু ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, চিটাগাং ক্লাব সদস্য ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গুলশান ক্লাবের একটি দল গত ২২ থেকে ২৪ জানুয়ারী চিটাগাং ক্লাবে সৌজন্য ভ্রমণে এলে দুই ক্লাবের সদস্যদের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচগুলোর পরিচালনায় ছিলেন জাবেদ হাশেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, মোহাম্মদ কামরুজ্জামান লিটন ও মোহাম্মদ কামরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধমেরিডিয়ান কোহিনূর সিটির যাত্রা শুরু হবে ৩০ জানুয়ারি
পরবর্তী নিবন্ধদুহা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া সপ্তাহ