নগরের জিইসি মোড়ে ফুটপাতে মালামাল রাখায় পাঁচজনকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে জেনারেটরসহ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করে জরিমানা আদায় করা হয়।