ফুটপাতে পণ্য বিক্রি ও মালামাল রাখা প্রসঙ্গে

| রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৪:৩৬ পূর্বাহ্ণ

হালিশহর একটি ঘনবসতি এলাকা বিধায় ফুটপাতে মানুষের চলাচল একটু বেশি কিন্তু প্রধান সড়কের পার্শ্ববর্তী দোকানগুলোর মালামাল রাখার কারণে পথচারীরা হাঁটতে পারছে না বিশেষ করে নয়াবাজার বিশ্বরোড হতে ফইল্লাতুলি বাজারের ফুটপাতগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। ফইল্লাতুলি বাজারে নতুন কিচেন মার্কেট এর সামনে মাছের বাজার যেমন সমস্যায় ফেলেছে তেমনি এ ব্লক বাস স্টেশনের পার্শ্বে ফুটপাতে দেখা যায় অটোরিকশার গ্যারেজ নতুবা ইটবালুর স্তূপ, বিক্রির জন্য পসরা সাজিয়েছে। সিটি করপোরেশন কর্তৃক মনিটরিংয়ের অভাবে যে দিকে পারে যথেচ্ছ ফুটপাত দখলে মত্ত রয়েছে। তাই জনস্বার্থে সিটি করপোরেশন কর্তৃক সুষ্ঠু তদারকির মাধ্যমে বিষয়টি নজরে নেওয়ার দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ নজরুল ইসলাম বাবু

এ ব্লক,

হালিশহর হাউজিং এস্টেট,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমুক্তবুদ্ধি খোলা চিন্তা