ফুটপাতে ছটফট করা ভারসাম্যহীন নারীর কোলে এল সন্তান, হাসপাতালে পাঠালেন দুই সার্জেন্ট

| শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৩:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ের ফুটপাতে প্রসব যন্ত্রণায় ছটফট করা এক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে পাঠিয়েছেন সিএমপির ট্রাফিক বিভাগের দুই সার্জেন্ট। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানহাট মোড়ে এক ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। অনেক পথচারী দেখলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। এমন সময় কর্তব্যরত সিএমপির পশ্চিম ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আলমুজাহিদ জনি ও সার্জেন্ট জাহিদ এগিয়ে আসেন।

সার্জেন্ট আব্দুল্লাহ আলমুজাহিদ জনি জানান, “আমরা দেওয়ানহাট মোড়ে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি, এক নারী চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেছেন। তখনই আমরা দ্রুত সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী নিরাপদে একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলায় আহত ২, প্রতিবাদে প্রধান ফটকে তালা
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় মহিউদ্দিন হত্যা : মাস্টারমাইন্ড মাদক ব্যবসায়ী সোবহান গ্রেপ্তার