নগরে কোনো ফুটপাতে কেউ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে অভিযান চালায় সিটি কর্পোরেশন। উচ্ছেদ করা হয় স্থাপনাগুলো। কিন্তু এবার সিটি কর্পোরেশনই স্থাপনা করছে স্টেশন রোডের ফুটপাতে।
গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কদমতলী নতুন রেলস্টেশনের আগে ফুটপাতের উপর তিন কক্ষ বিশিষ্ট একটি ভবনের নির্মাণ কাজ চলছে। সেখানে কর্মরত শ্রমিকেরা জানিয়েছেন, জাইকার অর্থায়নে সিটি কর্পোরেশন এটি নির্মাণ করছে। অফিস হিসেবে তা ব্যবহার হবে। তবে কিসের অফিস হবে বলতে পারেননি তারা।
এ সময় কয়েকজন পথচারী মন্তব্য করেন, ফুটপাত রক্ষার দায়িত্ব সিটি কর্পোরেশনের। সেখানেই তারা দখল করছে।
এ বিষয়ে চসিকের স্টেট অফিসার কামরুল ইসলাম আজাদীকে বলেন, কনজারভেন্সি অফিস করা হচ্ছে। সেখানে আগে থেকেই অফিস ছিল। পুরনো অফিসটি ভেঙে নতুন করে করা হচ্ছে। তিনি বলেন, আলকরণ ওয়ার্ডে সিটি কর্পোরেশনের তেমন জায়গা নেই। তাই অনেক আগে স্টেশন রোডে গণশৌচাগারের পাশে অফিসটি করা হয়েছিল।