ফুটপাত দখলমুক্ত রাখতে দুর্নীতিমুক্ত আইন জরুরি

| শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

প্রতিটি শহরনগরের ছোটবড় স্টেশনে রয়েছে প্রধান সড়কের পাশে ফুটপাত যাতে মানুষ প্রতিবন্ধকতা ছাড়াই চলাফেরা করার সুযোগ পাই। কিন্তু, বাংলাদেশের পরিস্থিতিতে তার উল্টো চিত্র দেখা যায় সবসময়। অথচ, প্রতিটি সড়কের পাশে ফুটপাত থাকার পরও মানুষ প্রতিবন্ধকতার শিকার হন নিয়মিত। কারণ ফুটপাত দখলমুক্ত নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। কিছুদিন পরপর দেখা যায় সরকারি প্রতিনিধিরা এসে ফুটপাত দখলমুক্ত করে চলে যায়। কিন্তু, দুদিন না যেতেই পূর্বের অবস্থায় চলে আসে। এইভাবে চলতে থাকলে না পরিবর্তন হবে ফুটপাতের অবস্থা, আর না পরিবর্তন হবে ফুটপাতে অবস্থান নেওয়া মানুষগুলোর অবস্থা। এতে করে সবচেয়ে ক্ষতি হয় ফুটপাতে থাকা ব্যবসায়ীদের। কারণ তারা বেশিরভাগই নিম্নবিত্ত। যে অল্প পুঁজি খাটিয়ে ব্যবসা করেন তা দিয়ে সংসার চালিয়ে যায়। কিন্তু, ফুটপাত দখলমুক্ত করার সময় তাদের সবগুলো নষ্টের সম্মুখিন হয়। ফলে এদের ক্ষতি হয় বেশি। দেশের প্রেক্ষাপটের দিকে তাকালে শুধু শুধু তাদের দোষ দেওয়াও সম্ভব নয়। কেননা ফুটপাতে ওরা দ্বিতীয়বার বসার সুযোগ না পেলে বিকল্প পথ খুঁজে নেবে। বসার সুযোগ পাই বিধায় ফুটপাত আবারো দখল হয়ে পড়ে। আর ফুটপাত দখল হওয়ার পিছনে রয়েছে ঘুষ আদানপ্রদানের দুর্নীতি। অতএব, ব্যবসায়ীদের বারংবার ক্ষতি এড়াতে এবং ফুটপাত সঠিভাবে দখলমুক্ত রাখতে শক্ত আইনের প্রয়োগ ও দুর্নীতি অপসারণ করা অত্যন্ত জরুরি।

আবদুর রশীদ

সাতকানিয়া,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবুলবুল চৌধুরী : উপমহাদেশের কিংবদন্তি নৃত্যপরিচালক
পরবর্তী নিবন্ধমা স্বর্গীয় সম্পদ