নগরের ডবলমুরিং থানার শেখ মুজিব রোডের ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য লোহার সিঁড়ি স্থাপন করায় এক ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
দণ্ডিত ভবন মালিকের দেয়া সিঁড়ির জন্য পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল বলে জানায় চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ। একই অভিযানে আগ্রাবাদ মোল্লাপাড়া এলাকায় ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে চার জনকে ১৬ হাজার টাকা জরিমান করা হয় বলেও জানান তিনি।