ফুটপাত থেকে ১০টি দোকানের বর্ধিত অংশ অপসারণ

জিইসি মোড়-দামপাড়ায় চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে গতকাল নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নগরীর চান্দগাঁও ওয়ার্ডের পাঠানিয়াগোদা এলাকায় দুইটি লোহার গেট দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গেট দুইটি উচ্ছেদ করে রাস্তাটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একই অভিযানে জিইসি মোড় ও এশিয়ান হাইওয়ের দামপাড়া পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ফুটপাত থেকে প্রায় দশটি দোকানের শেড ও বর্ধিত অংশ অপসারণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত ইতোপূর্বে নির্দেশনা দেওয়া সত্ত্বেও দোকানের বর্ধিত অংশ অপসারণ না করায় জিইসি মোড়স্থ সেন্ট্রাল প্লাজার সেন্ট্রাল ফার্মেসিকে ১০ হাজার টাকা ও অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করার দায়ে এশিয়ান হাইওয়ে দামপাড়াস্থ নাইট রাইডার মোটরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধঘাসফুল নির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধরাসূল (সা.) পরিবারের আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী চিরস্মরণীয়