ফুটপাত ও সড়ক দখল চসিকের অভিযানে ৫০ স্থাপনা উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫০ টি দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল সোমবার চান্দগাঁও বাহির সিগন্যাল মোড় থেকে মোহরা যমুনা গার্মেন্টস পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
যমুনা গার্মেন্টস এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্বে ছিলেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং বাহির সিগন্যাল এলাকায় নেতৃত্ব দেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী। উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা দৈনিক আজাদীকে বলেন, দোকানের বর্ধিত অংশ বের করে ফুটপাত দখল করা হয়েছে। আবার অনেক জায়গায় মূল সড়কের আশেপাশে খালি জায়গায় দোকান গড়ে তোলা হয়, যেগুলো রাস্তায় চলে আসে। সেগুলো উচ্ছেদ করা হয়। এদিকে চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়রের নির্দেশে গতকাল সোমবার জালালাবাদ ওয়ার্ডের ক্যান্টনমেন্ট হতে শেরশাহ রোড পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত ও নালার উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণ ও পানি চলাচলের পথ উন্মুক্ত করা হয়। এ প্রসঙ্গে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, জনসাধারণের চলাচলে জনদুর্ভোগ সৃষ্টিকারী ও নালায় পানি চলাচলের পথ রুদ্ধ করে কোন অবৈধ স্থাপনা তৈরী করা যাবে না। অবৈধ দখলকারী যত বড় শক্তিশালী হোক না কেন তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ এলাকায় আজ ৭ ঘণ্টা লাইনে গ্যাস মিলবে না
পরবর্তী নিবন্ধবাসেত মজুমদার আইনের শাসন প্রতিষ্ঠায় অবদান রেখেছেন