ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় নগরে ছয় ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদাললত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তিনি জানান, সদরঘাট থানার অমর চাঁদ রোডে ফুটপাত ও রাস্তার উপর সাইকেল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ছয় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে জরিমানা করা হয়।