ফিশারিঘাট-পাহাড়তলী বাজার থেকে ৩০ কেজি ইলিশ জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

নগরের ফিশারিঘাট ও পাহাড়তলী মাছ বাজার থেকে ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফিশারিঘাট এলাকা থেকে ৭০ কেজি রং মিশ্রিত লইট্ট্যা ও ফাইস্যা মাছ, ৩০ কেজি পিরানহা ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া পাহাড়তলী মাছ বাজার থেকে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং একজনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। রঙ মিশ্রিত মাছগুলো ধ্বংস করা হয়। বাকি জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ও মো. ফাহমুন নবী। উপস্থিত ছিলেন মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা রাহুল কুমার প্রাত।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ২২ দিন ইলিশ শিকার বন্ধ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩ লাখ মানুষে মুখর সৈকত, আড়াইশ প্রতিমা বিসর্জন
পরবর্তী নিবন্ধঅনুপ্রবেশের সময় ৩৮ রোহিঙ্গাকে ফেরাল বিজিবি