ফিল্মফেয়ার জয়ী অভিনেত্রীর মৃত্যু

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ফারুক জাফর আর নেই। গত শুক্রবার লখনৌতে স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। খবর বাংলানিউজের। এই অভিনেত্রীর নাতি শাহ আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, আমার দাদি সকাল ৭ টার সময় তার গোমতী নগরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার আয়িসবাঘ কবরস্থানে তাকে দাফন করা হবে। ১৯৬৩ সালে ভারতীয় রেডিওতে রেডিও ঘোষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফারুক জাফর। তিনি ছিলেন ভারতের প্রথম রেডিও ঘোষক। ১৯৮১ সালে ক্ল্যাসিক ‘উমরাও জান’ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ফারুক জাফর। সিনেমাটিতে রেখার মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ২০০৪ সালে শাহরুখ খানের ‘স্বদেশ’ সিনেমাতেও অভিনয় করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগানের আঙিনায় জাহিদের ব্যস্ততা
পরবর্তী নিবন্ধসাবরিনা বশিরের নতুন চমক