ফিলিস্তিনে হত্যাকাণ্ড ও দেশে নারী-শিশুর ওপর নির্যাতনকারীদের বিচার দাবি

মহানগরী মহিলা জামায়াতের মানববন্ধন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরায়েল। পবিত্র মাহে রমজানে তারা বর্বরতম হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখনো হামলা অব্যাহত রয়েছে। এটি মুসলিম বিশ্বকে ব্যথিত করেছে। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক ইসরায়েলের এই হামলা বন্ধ করতে হবে।’

গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ‘ফিলিস্তিনে নিরীহ নারীশিশু হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আছিয়াসহ নারীশিশুদের ওপর সংঘটিত পাশবিক নির্যাতনের প্রতিবাদে’ অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে অতিদ্রুত গাজায় পানিবিদ্যুৎ, ইন্টারনেট সেবা, জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা সহযোগিতা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. উম্মে ফেরদৌসুন নাহার, এসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভিন, শূরা সদস্যা প্রফেসর উম্মে ফাতেমা, ছোট্ট মনি সামারা ও উম্মে মেহেরিন। উপস্থিত ছিলেন প্রাক্তন সেক্রেটারি জোবেদা মোহসিন, অঞ্চল দায়িত্বশীলা মেরিনা সুলতানা, অঞ্চল সহকারী রায়হান জামিলা ও দক্ষিণ জেলা সেক্রেটারি গুলশান হোসাইন।

বক্তারা বলেন, আসুন মানবতার বিরুদ্ধে অবস্থানকারী ইসরাইলের বিরুদ্ধে সোচ্ছার হই। তাদের পণ্য বয়কট করি, তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করি। কোনো সভ্য জাতি গণহত্যা চালাতে পারে না। তাদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না, থাকতে পারে না।

বক্তারা বলেন, কোনো ধর্মই আছিয়ার মতো ঘটনার বিষয়কে অনুমোদন দেয় না। নারী সমাজকে তার যথাযোগ্য মর্যাদা দিতে হবে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আছিয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং শপিং কমপ্লেক্সকে উন্নত ব্যবসায়িক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে
পরবর্তী নিবন্ধপথশিশুরা আমাদের পরিবারেরই অংশ