ফিলিস্তিনে ‘ম্যাসাকারে’ বিএনপি নিশ্চুপ কেন

ইপিজেডে আ.লীগের সমাবেশে নাছিরের প্রশ্ন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ এখনো চলমান। মুক্তিযুদ্ধ এখনো সম্পন্ন হয়নি বিধায় রাজাকার আলবদর শান্তি কমিটির বাচ্চা ও পোষ্যরা বাংলাদেশের বিরোধিতায় মাঠে নেমেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় ইপিজেড চত্বরে বিএনপি জামায়াত চক্রের অরাজকতা সৃষ্টি ও অপতৎপরতার বিরুদ্ধে ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আজ অবাক লাগে পবিত্র আরব ভূমিতে ফিলিস্তিনিদের জন্মগত অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে এবং এই লড়াইয়ের বিরুদ্ধে ইসরাইল যখন পাল্টা আঘাত এনে ম্যাসাখার করছে তার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা শক্তি আমেরিকা যুক্তরাজ্যসহ ওদের মিত্ররা সাফাই গাইছে। অবাক লাগে বিএনপিজামায়াত আরব বিশ্বে পশ্চিমা শক্তির আগ্রাসনের বিরুদ্ধে একটি কথাও বলছে না।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নির্বাহী সদস্য কামরুন হাসান বুলু, হাজী রোটারিয়ান মো. ইলিয়াছ, এম এ হালিম, সেলিম আফজাল, হাজী মো. ইলিয়াছ, সালেহ আহমদ চৌধুরী, আব্দুল বারেক কোম্পানী, আসলাম হোসেন, হাসান মুরাদ, জানে আলম, জিয়াউল হক সুমন, আব্দুল মান্নান, হাজী মো. হাসান, জয়নাল আবেদীন আজাদ, নুরুল আলম। উপস্থিত ছিলেন নঈম উদ্দীন চৌধুরী, শফিক আদনান, হাজী মো. হোসেন, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, সুলতান আহমদ, সুলতান নাসির উদ্দীন, .এস.এম ইসলাম, হারুনুর রশিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের দাফন সম্পন্ন
পরবর্তী নিবন্ধহালদায় অভিযানে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ