ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধের দাবি ঢাকায় মহাসমাবেশে জনতার ঢল

আধিপত্যবাদবিরোধী মুসলিম ঐক্য মঞ্চ

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:২৬ পূর্বাহ্ণ

ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধ, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, গণহত্যায় জড়িত ইসরায়েলিদের আন্তর্জাতিক আদালতে বিচার, ভারতের মুসলিমদের ওপর নির্যাতননিপীড়ন বন্ধ, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য ক্রয়বিক্রয় নিষিদ্ধের দাবিতে গতকাল শনিবার সকাল ৯ টায় ঢাকায় মহাসমাবেশ করেছে আধিপত্যবাদবিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। সকাল ৯ টায় মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগের রাত থেকে প্রেসক্লাবের আশেপাশে ছাড়িয়ে দৈনিক বাংলার মোড় থেকে জিরো পয়েন্ট, নাইটিঙ্গেল, ঢাবি বক চত্বর, মৎস ভবন, রমনা সোহরাওয়ার্দী গেইট পর্যন্ত জনতায় পূর্ণ হয়ে যায়। মজলুম ফিলিস্তিনবাসী ও ভারতের নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে লাখো মানুষ উপস্থিত হয়েছিলেন। তারা ঘোষণা দিয়েছেনমজলুম ফিলিস্তিনবাসীর পাশে বাংলাদেশ।

ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামসহ সারাদেশ থেকে লাখো মানুষ জড়ো হন ঢাকায়। তারা মিছিলে মিছিলে মুখরিত করেন ঢাকার রাজপথ। এই সময় বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করা হয়।

সমাবেশে বলা হয়, জুলুমের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকে স্মরণ ও ধারণ করে আগামীর বাংলাদেশকে পুনর্গঠন করা হবে। ফিলিস্তিন, ভারত ও আরাকানে মজলুম মুসলমানদের পক্ষে বিশ্ব জনমত গঠন করার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে উপস্থিত হয়ে সংহতি জানান আহলে সুন্নাত চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, মহাসচিব পীরে ত্বরিকত

আল্লামা সৈয়দ মছিহুদ্দোলাহ, মুফতি অছিয়র রহমান, পীর আল্লামা আবুল কাশেম নুরী, পীর ড. এনায়াতুল্লাহ আব্বাসী, মুফতি আবুল কাশেম ফজলুল হক, প্রফেসর জালাল আজাহারী, মাওলানা হাসান আজাহারী, রহিম আজাহারী, অধ্যক্ষ আখতার হোসেন চৌধুরী, এনসিপি নেতা হাসান আলীসহ আনজুমান রহমানিয়া, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ছারছিনা, ফুলতলি, সোনাকান্দা, এনায়েতপুর, মাইজভান্ডার, ফান্দাউক, নেত্রকোনা রেজভিয়া, দরবারে আজিজিয়া ছিপাতলি, আহলা দরবার, বারীয়া, জাহাগিরিয়া, শাহপুর দরবারসহ অসংখ্য দরবারের সাজ্জাদানশীন পীর, দরবারের প্রতিনিধিভক্ত অনুরক্ত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের লাখো কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা ফিলিস্তিন মুসলিম গণহত্যা ও ভারতে হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধে বিশ্বমুসলিম ঐক্যের আহ্বান জানান। সমাবেশে সবার কণ্ঠে প্রতিধ্বনিত হয়, ফ্রি ফ্রি প্যালাস্টাইন ও নারায়ে রিসালতের স্লোগান। পরে ঘোষণা পত্র পাঠ, মিলাদ কিয়াম ও বিশ্বের নির্যাতিত মুসলমানদের কল্যাণে বিশেষ দোয়ামুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধএকসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেন ফেনীর নারী