ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা বন্ধের দাবি ওয়ার্কার্স পার্টির

| সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

ফিলিস্তিনে নির্বিচারে শিশুনারীসহ গণহত্যা বন্ধের দাবিতে ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী “কালো পতাকা দিবস” এর অংশ হিসেবে গতকাল রবিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম নিউমার্কেট চত্বরে এক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা। ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য ইন্দ্র কুমার নাথ, ছোটন বড়ুয়া, মোখতার আহম্মদ এবং জেলা কমিটির সদস্য সুপায়ন বড়ুয়া, পার্টি সংগঠক খোকন মিয়া প্রমুখ। গত কয়েক সপ্তাহে গাজার অভ্যন্তরে ইসরায়েলের বর্বরোচিত সামরিক হামলায় প্রায় ১২ হাজার ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বিরতিসহ মানবিক সহায়তা পৌঁছানোর দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, এই অজুহাত তুলে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরাইলকে ট্রিলিয়ন ডলার সাহায্যসহ সামরিক সহায়তা দিয়ে যুদ্ধকে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য জায়গায় ছড়িয়ে দিতে প্রত্যক্ষভাবে ইন্ধন দিচ্ছে যা বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরুপ।

ইসরাইলি সামরিক অভিযান নারী ও শিশু হত্যা করে, হাসপাতাল ও বেসামরিক আবাসিক এলাকায় হত্যাযজ্ঞ চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করেছে। তাই অবিলম্বে ওআইসিসহ বিশ্বের সকল শুভবুদ্ধির প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে অবিলম্বে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা সহ তাদের মানবাধিকার রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ৫২০ জন কৃষক পেল বিনামূল্যে কৃষি বীজ ও সার
পরবর্তী নিবন্ধজনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান