বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির শাহজাহান চৌধুরী বলেছেন, জায়নবাদীরা বিশ্ববাসী কারো কথা কর্ণপাত না করে ফিলিস্তিনে গণহত্যা এবং ঘৃণ্যতম মানবতা বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ফিলিস্তিনে এই গণহত্যা বন্ধ না করলে গোটা বিশ্ববাসী প্রতিরোধ গড়ে তুলবে।
গত মঙ্গলবার মহানগরী জামায়াতের কার্যালয়ে বিআইএ মিলনায়তনে আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরী জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, প্রফেসর ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান ও ছাত্রশিবির মহানগরী উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ খুররম মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।