ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ রক্ষার দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাফেজ দৌলত খান (রহ.)’র স্মৃতি বিজড়িত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহ দৌলতিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসা। গতকাল সোমবার সকালে শিক্ষার্থীরা মাদ্রাসা থেকে থেকে ফটিকছড়ি–বারৈয়ালঢালা সড়ক সহ পাইন্দংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তারা বিক্ষোভ মিছিল করে পরে মাদ্রাসা মাঠে সমাবেশ করে। বিক্ষোভের পর সমাবেশে বক্তব্য রাখেন– মাদ্রাসা শিক্ষক ওসমান হুজুর, মো. সাব্বির, মো. মফিজ, মো. হাসেম, মো. ইব্রাহিম, মো. রিদোয়ান, মাও. হাফেজ জাহেদ প্রমুখ। এ সময় তারা ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে ইসরাইল নিপাত যাক– ফিলিস্তিন জিন্দাবাদ, আমার ভাই শহীদ কেন? জাতিসংঘের জাবাব চাই, আমরা সবাই নবীর সেনা–ভয় করিনা বুলেট বোমাসহ বিভিন্ন স্লোগান দেন। প্রেস বিজ্ঞপ্তি।












