ফিরোজশাহ থেকে চোরাই স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

নগরীর ফিরোজশাহ কলোনি এলাকা থেকে চোরাই স্বর্ণসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ইটাখোলা গ্রামের মো. হোসেনের ছেলে মিজান হাজারী প্রকাশ আনোয়ার, রুবেল হোসেন ও ফেনী জেলার দাগনভূঞা থানার উত্তর জয়লস্কর গ্রামের শেখ আহম্মদের ছেলে মনির আহম্মদ।

গত মঙ্গলবার তাদের গ্রেপ্তর করা হয় বলে আজাদীকে নিশ্চিত করেছেন ডবলমুরিং মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিম উদ্দিন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাইকৃত ১টি স্বর্ণের চুড়ি, ১টি চেইন ও ৩টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অপহৃত শিশু নরসিংদী থেকে উদ্ধার
পরবর্তী নিবন্ধসিজিএসের আঞ্চলিক মতবিনিময় সভা