ফিরিঙ্গী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা। গত ২৯ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী জামায়াতের আমির শাহজাহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানা সভাপতি হামিদুল ইসলাম, থানা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদাউস, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আমির কামাল উদ্দিন, ওয়াসি উদ্দিন আনসারী, মোহাম্মদ হানিফ, মাঈনুদ্দিন খন্দকার, কাজী শাহেদ আলী, শফিক আহমদ, সৈয়দ আহমদ সওদাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ট্রাক থামিয়ে তিন শ্রমিককে অপহরণ