সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে গ্রেপ্তার রিমন শীলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। রাজধানীর পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে প্রচার করেন রিমন শীল। এর আগে কোতোয়ালি থানা পুলিশ রিমন শীলের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রিমন শীল (২০) নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার ইয়াকুব নগরের বিজয় শীলের ছেলে। গত ২৪ অক্টোবর নগরীর কোতোয়ালি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গত ১৬ মে বিকেলে পল্লবীর সিরামিকস ফটকের কাছে দুর্বৃত্তরা শিশুপুত্রের সামনে বাবা সাহিনুদ্দীনকে কুপিয়ে হত্যা করে। সম্প্রতি সেই ভিডিও ক্লিফ নোয়াখালীর যতন সাহার বলে ফেসবুকে আপলোড করে গুজব ছড়ানো হয়। র্যাবের বক্তব্য অনুযায়ী, রিমন শীলই প্রথম ফেসবুকে ভিডিওটি আপলোড করেন।