ফিরলেন ‘বেজবাবা’ সুমন বিদায় নিলেন ফাহিম

| মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৫:০৪ পূর্বাহ্ণ

প্রায় এক বছর পর কনসার্টে ফিরেছেন ‘অর্থহীন’ ব্যান্ডের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন। ‘বেজবাবা’ খ্যাত সুমনের ফেরা বাংলাদেশের ব্যান্ডের জন্য বড় খবর হলেও দলের সঙ্গে আট বছরের যাত্রা শেষ করলেন গিটারিস্ট মহান ফাহিম। খবর বিডিনিউজের।

গ্লিটজকে ফাহিম বলেন, অসুস্থতার কারণেই ব্যান্ড থেকে সরে যাওয়া। আমি একটু অসুস্থ, চিকিৎসা প্রয়োজন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে গিটার বাজাতে পারব না। এখন যেহেতু কনসার্টের সময়, তাই নিজে থেকেই সরে গেছি। আবার যখন সুস্থ হব, নিজেকে স্ট্যাবল মনে হবে, তখন ব্যান্ডে আমাকে দেখা যেতেও পারে। শনিবার অর্থহীন ব্যান্ডের সঙ্গে ঢাকার যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট মাতিয়েছেন এই গিটারিস্ট। কনসার্ট শেষে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ‘অর্থহীন’ থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি। ফেসবুকে এক দীর্ঘ পোস্টে ফাহিম লিখেছেন, অর্থহীনের সঙ্গে আমার ৮ বছরের যাত্রা শেষ হল গত শনিবার। গত এপ্রিল মাসে আমার সার্ভাইকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করে। এমআরআইতে তা ধরা পরে, যার কারণে আমার বাম হাতে প্রচণ্ড ব্যথা অনুভব শুরু করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছেন। তাই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে। এদিকে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার কনসার্টে অংশ নেন সুমন। মঞ্চে উঠেই শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, গত ৭ মাসের বেশিরভাগ সময় আমি দেশে ছিলাম না। ‘অর্থহীন’র লাইনআপে আরও রয়েছেন মার্ক ডন (ড্রামস), জাহিন রশিদ (গিটার, কিবোর্ড)

পূর্ববর্তী নিবন্ধস্মরণের আবরণে আজাদী পরিবারের কয়েকজন গুণী সাংবাদিক
পরবর্তী নিবন্ধ‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী