ফিরছে হাতে আঁকা পোস্টার

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

এক সময় হাতে আঁকা পোস্টার সিনেমার প্রচারণায় ব্যবহার হতো। কালের বিবর্তনে হারিয়ে যায় থাকে হাতে আঁকা পোস্টারের শিল্পীরা। তবে সেই ঐহিত্য ফিরিয়ে আনছে মুক্তির অপেক্ষায় থাকা ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা সংশ্লিষ্টরা। সিনেমারটির পরিচালক দীপঙ্কর দীপন বলেন, রঙ তুলির ছোঁয়ায় হাতে আঁকা পোস্টার বিভিন্ন লোকো মোটিভ বহন করে। কালের বিতর্তনে অনেক কিছুর পাশাপাশি এই ঐহিত্যও হারিয়ে যেতে বসেছে। কিন্তু পোস্টারের ঐহিত্যকে ফিরিয়ে আনতে না পারলেও তাদের আমরা স্মরণ করতে চাই। আগামীর সিনেমাগুলোতে যদি একটি করে পোস্টারও তাদের মাধ্যমে তৈরি করা হয় তাহলে এই মানুষগুলো সারাজীবন যে কাজটি করে এসেছে সেটা এই সময়ে করতে পারলেও গর্বিত হবে। খবর বাংলানিউজের।
র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি. প্রযোজিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাবের মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আগে এই পেশাটি অনেক লুকরেটিভ ছিল। এসব শিল্পীদের পিছনে মানুষ ঘুরে বেড়াতো। নান্দনিক এসব পোস্টার দিয়ে আগে সিনেমা প্রচারণা হতো। এসব পোস্টার এতটাই নজর কাড়ত যে দর্শক সিনেমা হলে আসতো। কিন্তু ২০১০ সালের পর থেকে এভাবে হাতে আঁকা পোস্টার আর দেখা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধকিশোর কুমারের গান গাইলেন আসিফ
পরবর্তী নিবন্ধমোহামেডান ব্লুজের সভা