ফিফার বর্ণবাদ বিরোধী কমিটির প্রধান ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

বর্ণবাদের বিরুদ্ধে গঠিত কমিটি দিয়ে বিশ্বব্যাপি নেতৃত্ব দিতে এবার ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রকেই বেছে নিয়েছে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা। বর্ণবাদ বিরোধী কমিটির প্রধান করা হয়েছে সামপ্রতিক সময়ে বারবার বর্ণবিদ্বেষের শিকার হওয়া রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসকে। গত মে মাসে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন ভিনি। যা নিয়ে ফুটবল দুনিয়া সোচ্চার হয়ে ওঠে। স্পেনেও তুমুল প্রতিবাদ ওঠে।

পূর্ববর্তী নিবন্ধনারী ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ক্রিকেট সুপার লিগ জয় দিয়ে শুরু বার্ডস স্পোর্টস ক্লাবের