ফিনল্যান্ডের প্রতিষ্ঠান কক্সবাজারে প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপনে আগ্রহী

প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত

| সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

ফিনল্যাণ্ডের কোম্পানি প্লাস্টিক শীট তৈরির জন্য কক্সবাজারে একটি প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন করতে আগ্রহী। ফিনল্যাণ্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়। বাংলাদেশে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লহদেভির্তা আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত বলেন, ‘ফিনল্যাণ্ডের একটি প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি কঙবাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক রিসাইকেল করে প্লাস্টিক শিটে পরিণত করতে আগ্রহী, যা রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে ব্যবহার করা যেতে পারে।’ খবর বাসসের।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এখানে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে ছাত্রনেতৃত্বাধীন গণবিপ্লব, অন্তর্র্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকারের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং দেশের সংস্কারে অবদান রাখতে চান। রাষ্ট্রদূত লহদেভির্তা বলেন, ফিনল্যাণ্ডের সরকার বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য এক মিলিয়ন ইউরো এবং আরও এক মিলিয়ন ইউরো সুশীল সমাজের মাধ্যমে প্রদান করবে। অধ্যাপক ইউনূস ছাত্র বিপ্লব, সংস্কার কমিশনের কাজ এবং তার সরকারের কাছ থেকে জনগণের আশাআকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

তিনি বলেন, স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছিল, কিন্তু দ্রুত ও কঠোর সংস্কার পদক্ষেপ ইতিমধ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করেছে। রাষ্ট্রদূত জানান, ফিনল্যাণ্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ নিয়ে বাংলাদেশ সফরে আগ্রহী। তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক এফডিআই (প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ) দ্রুত প্রক্রিয়াকরণের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট মেরীস স্কুলে নার্সারি ও কেজি শ্রেণীতে ভর্তি ফরম বিতরণ শুরু
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার জামায়াত কর্মী রিফাতের শয্যাপাশে শাহাজাহান চৌধুরী