চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ‘হাবা–আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট স্টোরেজ সিস্টেম’ প্রকল্প পরিদর্শন শেষে গতকাল বুধবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, শাহেদ ইকবাল বাবু, সচিব খালেদ মাহমুদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ কর্মকর্তা ও কর্মচারীগণ।
উল্লেখ্য, সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গত ৫ নভেম্বর হাবা–আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট স্টোরেজ সিস্টেমের আমন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক বিভিন্ন সিস্টেম প্রত্যক্ষ করার জন্য ফিনল্যান্ডের তুর্কু শহরে যান। প্রেস বিজ্ঞপ্তি।