ফিদে শতবর্ষ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

| রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

ফিদে শতবর্ষ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রেপিড রেটিং দাবা টুর্নাামেন্ট শুরু হয়েছে। গত শুক্রবার সকালে চটগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চেসকোড দাবা একাডেমির আয়োজনে সিজেকেএস কনফারেন্স হলে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। টুর্নামেন্টে ৭৯ জন দাবাড়ুর অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সদ্য প্রয়াত সাবেক জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাষ্টার জিয়াউর রহমানের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। চেসকোডের পরিচালক মহসীন জামানের সভাপতিত্বে ও ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য দিদারুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস দাবা কমিটির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সাইফুল আলম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর আসাদুজ্জামান খান, চেসকোড পরিচালক রাকিবুল ইসলাম, আলী কায়সার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকবরীর শেষ সিনেমা মুক্তি ঈদে
পরবর্তী নিবন্ধসুপার ফোরের খেলা আজ শুরু