বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযানে নগরীর হালিশহর নয়াবাজার এলাকায় ফিটনেস ও রুট পারমিটবিহীন ৫টি গাড়িকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না করায় ৩ টি ডাম্পার ট্রাককে ডাম্পিং করা হয়। গতকাল শনিবার সকালে বিশ্বরোড এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত–১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না আজাদীকে বলেন, হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ফিটনেস ও রুট পারমিটবিহীন ৫টি গাড়িকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ২০২০ সাল থেকে গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ সবধরনের ডকুমেন্ট হালনাগাদ না করায় ৩টি ডাম্পার ট্রাককে ডাম্পিং করা হয়েছে।