রম্যসাহিত্যিক ও সমাজসেবক ফাহ্মিদা আমিনের স্মরণসভায় বক্তারা তাঁকে জাতীয় স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছেন। লেখিকা সংঘ ও লেডিস ক্লাব এই স্মরণসভার আয়োজন করে।
চট্টগ্রাম লেখিকা সংঘ : গবেষক মনোয়ারা আরজু বলেছেন, ফাহমিদা আমিন ছিলেন রম্যসাহিত্যে নারী লেখকদের মধ্যে একটি অনন্য ধ্রুবতারা। সাহিত্যে বিশেষ করে রম্যসাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি অনেক লেখক (নারী) সৃষ্টি করে গেছেন। মানবকল্যাণেও তিনি নীরবে নিভৃতে কাজ করেছেন। দেশ ও জাতিকে অকাতরে কেবল দিয়েই গেছেন। কিন্তু জাতীয়ভাবে তাঁর কোনো মূল্যায়ন হয়নি। আমরা তাঁকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানাই।
চট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে গতকাল বুধবার বিকালে রম্যসাহিত্যিক ও সমাজসেবক ফাহ্মিদা আমিন স্মরণে আলোচনা সভায় তিনি প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংঘের সভানেত্রী ড. আনোয়ারা আলম।
কবি মর্জিনা আখতারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ড. জয়নাব বেগম, লেডিস ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল, সাবেক সংসদ সদস্য সাবিহা মুসা, কথাসাহিত্যিক–অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশ্শিরা, শিক্ষাবিদ সালমা রহমান, প্রাবন্ধিক কাজী রুনু বিলকিস, লেখিকা মেহের আফরোজ হাসিনা, কবি–সাংবাদিক আবুল কালাম বেলাল, ছড়াকার–অধ্যাপক গোফরান উদ্দীন টিটু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সংঘের সাধারণ সম্পাদিকা জিনাত আজম। ফাহ্মিদা আমিনকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফরিদা ফরহাদ, ছড়াকার সৈয়দা সেলিমা আক্তার, কবি মেহেরুননেসা রশিদ। পবিত্র কোরআন তেলোয়াত করেন নুসরাত সুলতানা।
চট্টগ্রাম লেডিস ক্লাব : ফাহ্মিদা আমিন ছিলেন বহুগুণে গুণান্বিতা মহীয়সী নারী। তিনি ছিলেন জীবনরসিক এক সাহিত্যিক। তাঁর কলমে মানবজীবনের নানান কাহিনী রম্যসাহিত্যের আদলে প্রতিফলিত হয়েছে। চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার রম্যসাহিত্যিক ফাহ্মিদা আমিন স্মরণে আলোচনা সভায় আলোচকরা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন ক্লাবের প্রাক্তন সভানেত্রী জিনাত আজম, সহসভানেত্রী পারভিন জালাল, সহসভানেত্রী পারভিন চৌধুরী, সহ সম্পাদিকা আক্তারবানু ফ্যান্সী, খালেদা আক্তার চৌধুরী, মর্জিনা আখতার ও শাহরিয়া ফারজানা। ফাহ্মিদা আমিনকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফরিদা ফরহাদ ও কবি আলেয়া চৌধুরী। শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্লাবের সাবেক এমপি সাবিহা মুসা, শামীম কাদের সুরমা, ডা. হাফসা সালেহ, রোকসানা আক্তার, মেহের আফরোজ হাসিনা, মাইনু নিজাম, আফরোজা বুলবুল তাহের, রোকেয়া চৌধুরী, সাকেরা সাদেক, মুনিরা হুসনা, নাজনীন আরা, সাহানা আখতার বীথি, শাহেদা আকতার (নাসরীন), হাজেরা আলম মুন্নী, রেহানা আকতার জুবিলি, আসমা আহমেদ, লায়লা বেগম প্রমুখ। শেষে ফাহ্মিদা আমিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।