ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের আওতাধীন চন্দনাইশ, কেরানীহাট, লোহাগাড়া, চকরিয়া ও পেকুয়া শাখার অধীনে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করেন ব্যাংকের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ কামাল উদ্দিন। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শাখার ম্যানেজার, আঞ্চলিক কার্যালয়সহ ও শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট নয়, ফেসবুককে মোস্তাফা জব্বার
পরবর্তী নিবন্ধবন্যায় বসত ঘর হারানো সবাইকে সহায়তা প্রদান করা হবে