ফার্মাসির নতুন নতুন গবেষণা বিশ্বব্যাপী মানবতার কল্যাণ বয়ে আনবে

আইআইইউসি’র ফার্মা ফেস্ট উদ্বোধনে ভিসি ড.আলী আজাদী

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ফার্মাসির নতুন নতুন গবেষণা বিশ্বব্যাপী মানবতার কল্যাণ বয়ে আনবে। বিশ্বব্যাপী আক্রান্ত মানুষের সেবা ও জীবন বাঁচানোর তাগিদে ফার্মাসি ডিপার্টমেন্ট নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে মানব সেবার কাজে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।গতকাল সোমবার ফার্মাসি ডিপার্টমেন্ট আয়োজিত ফার্মেসি উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এ কথা বলেন। বিভাগের চেয়ারম্যান কাজী আশফাক আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ফার্মাসি গবেষক প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান,ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ ও ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও ড. নাসিমা হাসান। প্রধান অতিথির আরো বলেন, ফার্মাসি নিরন্তর গবেষণার বিষয়। ফার্মাসিতে সেগুলো আবিষ্কার হয়ে গেছে তার সাথে যা নতুন আবিষ্কারের মাধ্যমে মানুষ নতুন সেবা পাবে। আজকে যে ফেস্ট হতে যাচ্ছে এটাতে নিশ্চয়ই নতুন নতুন কিছু থাকবে। যা গবেষণার কাজের মাধ্যমে সমাজ সেবায় কাজে লাগাতে হবে বিশেষ অতিথির বক্তব্যে ফার্মাসি গবেষক প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান বলেন, ফার্মেসি একটি জীবন্ত বিষয়। আমৃত্যু এই বিষয়ের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, পেশাকে ইবাদত হিসাবে নিতে হবে। জ্ঞানার্জনের বিষয়ের প্রতি ভালোবাসা থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমোহরা সায়েরা খাতুন বালিকা বিদ্যালয় ও কলেজের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড চন্দ্রনাথধামে শিবচতুর্দশী মেলা শুরু হচ্ছে কাল