ফারুকীর ‘মনোগ্যামী’র শুটিং মেট্রো স্টেশনে

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১১:৫৮ পূর্বাহ্ণ

ভালোবাসার গল্প ছড়িয়ে দিতে ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগ্যামী’ নামের একটি সিনেমা তৈরি করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পরিচালকের ভাষ্য, মানুষের মনের অলিগলিতে বিচরণ করা বোধ আর অনুভূতি তিনি তুলে আনবেন পর্দায়। যে গল্পে প্রেমভালোবাসাহাসিআনন্দদুঃখবেদনার রঙ ধরা পড়বে সহজে। আর সেই গল্প বুনতে হাত লাগিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং সংগীত শিল্পী জেফার রহমান। শুটিং মুহূর্তের কিছু ছবি সোশাল মিডিয়ায় ছেড়েছেন ফারুকী, চঞ্চল ও জেফার। ফারুকী বলেছেন, সিনেমার মূল দুই পাত্রপাত্রীর লুক হল এমন। সিনেমায় মধ্যবয়সী একটি চরিত্র পেয়েছেন চঞ্চল। খবর বিডিনিউজের।

আর ‘মনোগ্যামী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হল গানের মানুষ জেফারের। ফারুকী বলেছেন, সিনেমার মূল দুই পাত্রপাত্রীর লুক হল এমন। সিনেমায় মধ্যবয়সী একটি চরিত্র পেয়েছেন চঞ্চল। আর ‘মনোগ্যামী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হল গানের মানুষ জেফারের। সমপ্রতি ১২ জন নির্মাতাকে নিয়ে গঠিত হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি উদ্যোগ। সেই উদ্যোগেই ফারুকী তৈরি করছেন ‘মনোগ্যামী’। আর শুটিংয়ের জন্য তিনি বেছে নিয়েছেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হওয়া মেট্রোরেল স্টেশন। সমপ্রতি ১২ জন নির্মাতাকে নিয়ে গঠিত হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি উদ্যোগ। সেই উদ্যোগেই ফারুকী তৈরি করছেন ‘মনোগ্যামী’। আর শুটিংয়ের জন্য তিনি বেছে নিয়েছেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হওয়া মেট্রোরেল স্টেশন।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুর জন্মদিনে ৮ কোটির ফ্ল্যাট উপহার দিলেন মিকা
পরবর্তী নিবন্ধমদ্যপ নোবেল দুর্ঘটনার শিকার