ফারুক তাহেরের ‘হৃদয়ে মানবতা কণ্ঠে কবিতা’

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র একুশের আয়োজনে ‘হৃদয়ে মানবতা কণ্ঠে কবিতা’ শিরোনামে আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের প্রথম একক আবৃত্তি অনুষ্ঠান গত ১০ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনীতে সমবেত সঙ্গীত মঙ্গল দীপ জ্বেলে পরিবেশনা করেন আর কে মিউজিক একাডেমির সদস্যবৃন্দ। পরিচালনায় ছিলেন আর কে জুয়েল। এরপর শামসুর রাহমানের ‘পান্থজন’ কবিতা দিয়ে শুরু হয় ফারুক তাহেরের আবৃত্তিসন্ধ্যা। একে একে আবৃত্তি করেন মানুষ বড় কাঁদছে (শক্তি চট্টোপাধ্যায়), বৃষ্টির জন্য প্রার্থনা (রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ), ফাগুন এলেই (আসাদ চৌধুরী), একুশের কবিতা (আবু হেনা মোস্তফা কামাল), বিশ্বাস (জয়ন্ত চট্টোপাধ্যায়), কবিতায় কথা বলি (শহিদ মিয়া বাহার), বিপ্লবীর চিঠি (শাশ্বত টিটো), আমি তোমাকে চিনি না সূর্য সেন (অমিত চক্রবর্তী), বৈশাখের রূদ্র জামা (মোস্তফা আনোয়ার), থিয়েটার (সিদ্দিক আহমেদ), আর নয় আপসের ডাক (ইন্দু সাহা), আমরা এসেছি (সুকান্ত ভট্টাচার্য), চন্দ্রাভিলাষী নারী (মাকিদ হায়দার), যাত্রাভঙ্গ (নির্মলেন্দু গুণ), সহজ নয় (সুদীপ ভট্টাচার্য্য), আমাকে পাবে না কোথাও (মালেক মুস্তাকিম), প্রলেতারিয়েত (নির্মলেন্দু গুণ), বেনিয়ামিন নেতানিয়াহু শুনুন তবে (হাফিজ রশিদ খান), বজ্র হয়ে আসবো (মাহবুব উল আলম চৌধুরী), প্যালেস্টাইন কাঁদছে কাঁদছে মাঝিপাড়া (শিহাব শাহরিয়ার), উচ্চারণগুলি শোকের (আবুল হাসান), পথের বাঁধন (রবীন্দ্রনাথ ঠাকুর), সহজ (জীবনানন্দ দাশ), অন্যরকম সংসার (হেলাল হাফিজ) এবং ক্ষমতার চাবি (ওমর কায়সার)। কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ’ কবিতার মধ্যে দিয়ে শেষ হয় আবৃত্তি পরিবেশনা।

বক্তব্য দেন একুশ সহসভাপতি সজল দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একুশ সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী জিকু। মঞ্চ ভাবনায় ছিলেন একুশ সহসাংগঠনিক সম্পাদক স্নিগ্ধা সিকদার, আলোক সজ্জায় সুবীর মহাজন, আবহে মো. ইমাম হোসাইন (রাসেল) ও গিটারে কৌশিক দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই প্রীতমের ‘ঘুমপরী’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৭৯ কোটি টাকা