আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের একক আবৃত্তিসন্ধ্যা ‘হৃদয়ে মানবতা, কণ্ঠে কবিতা’ আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আবৃত্তি সংগঠন একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রেম–প্রকৃতি ও সমসাময়িক বিষয়ের ওপর লিখিত বিশিষ্ট কবিদের ৩০টি কবিতা আবৃত্তি করবেন। প্রায় ৩০ বছরের আবৃত্তি চর্চার অভিজ্ঞতার আলোকে এটা এই শিল্পীর প্রথম একক আবৃত্তিসন্ধ্যা। এই অনুষ্ঠান থেকে আয় করা অর্থ মানবিক কাজে ব্যয় করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য একুশের সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।