মীরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফায়ার সিলিন্ডার দুর্ঘটনায় পাঁচ টেকনিশিয়ান আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মডার্ন সিনটেঙ লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন মীরসরাই উপজেলার পূর্ব ডোমখালী এলাকার শাহজাহানের ছেলে মুসলিম উদ্দিন (৩০), পাবনার সুজানগর উপজেলার বনকোলা এলাকার আকবর আলীর ছেলে মনিরুল ইসলাম (২৭), ফেনী সদর থানার গোবিন্দপুর গ্রামের নিরঞ্জন শীলের ছেলে পল্লব শীল (৩০), নেত্রকোনা সদর থানার কেন্দুয়া গ্রামের মোহাম্মদ ফরহাদের ছেলে সৈকত আহমদ (২০) এবং একই জেলার পুরানবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. বুলবুল (২৪)। তাদের মধ্যে একজন মডার্ন সিনটেঙ লিমিটেডের, অন্য চারজন ঠিকাদারি প্রতিষ্ঠান জেএড–৩–এ কর্মরত। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়া ধর এই বিষয়ে বলেন, মডার্ন সিনটেঙ লিমিটেডের কারখানায় ফায়ার সেফটির একটি সিলিন্ডারের ঢাকনা খুলতে গেলে ঘটনাস্থলেই পাঁচ টেকনিশিয়ান আহত হন। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তারা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।