ফাতেমা মুনাফ সুন্নী মাদ্রাসা পরিদর্শনে বোর্ড চেয়ারম্যান জুবায়ের রেজভী

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:০৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী থানার উত্তর জুলধা চৌধুরী পাড়ায় অবস্থিত ফাতেমা মুনাফ সুন্নী নূরানী তা’লীমুল কোরআন (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেছেন বাংলাদেশ সুন্নী নূরানী বোর্ডের চেয়ারম্যান মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রেজভী (মা.জি.)। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় তিনি মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান ও কর্ণফুলী সুন্নী নূরানী বোর্ডের পরিচালক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনকালে চেয়ারম্যান শ্রেণিভিত্তিক পাঠদান কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পদ্ধতিগত উন্নতি এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার প্রসারে বাংলাদেশ সুন্নী নূরানী বোর্ডের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতার আশ্বাসও দেন। পরিদর্শন শেষে তিনি মাদ্রাসার সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল, নৈতিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। সর্বোপরি চেয়ারম্যান অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, আমেরিকান প্রবাসী মোঃ নুরুল আলমের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আইনশৃংখলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা
পরবর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন