ফাগুন এলেই কোকিল ডাকে
রঙ লাগিয়ে গাছের শাখে
পলাশ ফোটে গাছে গাছে
অলিরা ঘুরে ফুলের পাছে,
নতুনরূপে সাজে গাছের পাতা
এ সময়ে কম থাকে শীতের তীব্রতা।
এমন প্রকৃতি সান্নিধ্যে এলে
মনটা তখন পাখনা মেলে
ভালবাসার রঙ লাগিয়ে
বসুধা সাজে রঙ মাখিয়ে।
জানান দেয় বসন্তের ছোঁয়া।
ফাগুনের মাতাল পরশে
উদাস দক্ষিণ হাওয়া।
সেই হাওয়ায় ভেসে যায়
পাখ পাখালির কলতান।
জানান দেয় এসেছে আজ
ঋতুরাজের ঐকতান।