ফাইভ এ সাইড এশিয়া হকিতে বাংলাদেশ পঞ্চম

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

ফাইভ এ সাইড এশিয়া হকিতে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৭৬ গোলে ইরানকে হারিয়ে পঞ্চম হয়েছে। ওমানের সালালাহতে শনিবার ইরানের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। তারা প্রথম চারবার ম্যাচে লিড নিলেও ইরান লড়াই করে সমতা আনে। ৪৪ স্কোরলাইন হওয়ার পর বাংলাদেশ টানা দুই গোল করে এগিয়ে যায়। ইরান পঞ্চম গোল করে আবার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। শেষ পর্যন্ত ৭৬ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের সাত গোলের মধ্যে সারওয়ার তিনটি, সাইফুল আলম, দীন মোহাম্মদ, আবেদ উদ্দিন ও মোহাম্মদ হোসেন একটি করে গোল করেন।

পূর্ববর্তী নিবন্ধআইটেম গানে হাজির হইনি : ভাবনা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন