চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ রাসেল এনএইচটি হোল্ডিং একাডেমি কাপ (অনূর্ধ্ব–১৩) ফুটবল টুর্নামেন্টের ফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ চট্টগ্রামের দল আনোয়ারা ফুটবল একাডেমি। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় তারা ১–০ গোলে এ প্লাস ফুটবল একাডেমিকে পরাজিত করে। ফাইনালে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে প্রথম সেমিফাইনাল জয়ী দক্ষিণ চট্টগ্রামের অপর দল পটিয়ার আবদুস সোবহান ফুটবল দলের বিপক্ষে। ফাইনাল খেলাটি আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে টুর্নামেন্ট কমিটি মারফত জানা গেছে। গতকাল দ্বিতীয় সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধ ছিল গোল শূন্য ড্র। তবে এ অর্ধে এ প্লাস একাডেমির চাইতে আনোয়ারা ফুটবল একাডেমির আধিপত্যই ছিল বেশি। দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্মক খেলায় মন দেয় আনোয়ারার খেলোয়াড়রা। খেলার ৫০ মিনিটে ফ্রি কিক পায় আনোয়ারা একাডেমি। এ থেকে জয়সূচক গোলটি করে অধিনায়ক মো. নাঈম উদ্দিন। বক্সের বাম প্রান্তে প্রায় ৪০ গজ দূর থেকে নাঈমের ফ্রি–কিক শট প্রতিপক্ষের কিপারের হাত ফসকে গোল লাইন অতিক্রম করে। আর গোল বঙের ভেতর থেকে এ প্লাসের এক ডিফেন্ডার সে বল ক্লিয়ার করে। রেফারি ও সহকারি রেফারি গোলের সংকেত দেন। আর এর পরপরই এ প্লাস ফুটবল একাডেমির খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকে এবং খেলা থেকে বিরত থাকে। এর সাথে যোগ দেন তাদের কর্মকর্তারাও। এ নিয়ে খেলা ১০ মিনিট বন্ধ থাকে। এরপর দলের ম্যানেজার মহসিন সাজুর নির্দেশে খেলোয়াড়রা গোল মেনে নিয়ে আবার খেলতে রাজী হয়।
খেলায় ফিরে এ প্লাস একাডেমির খেলোয়াড়রা বেশ চড়াও হয়ে খেলতে থাকে। তারা প্রতিপক্ষের গোলসীমানায় হানা দিতে থাকে। ৬২ মিনিটে তারা গোলের সুযোগও পেয়ে যায়। গোলমুখে বল পায় দলের হামজা ইসলাম সাবাব। পা ছোঁয়ালেই গোলের দেখা পেত সে। কিন্তু ব্যর্থ হয় হামজা। আর তাতে করে সমতাও আনতে পারেনি এ প্লাস। এ প্লাসের এমন আক্রমন কিন্তু শেষ পর্যন্ত ঠেকিয়ে দেয় আনোয়ার রক্ষণভাগ। চার মিনিট বাদে আনোয়ারার আকিলও বাম প্রান্ত দিয়ে একটি সুযোগ নষ্ট করে। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আনোয়ারা ফুটবল একাডেমি যোগ্যতর দল হিসেবেই জয় আদায় করে নিতে সমর্থ হয়। খেলা শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের মো. আকিল। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিডিএফএ সহ সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু।