ফাইনালে লক্ষ্মীপুরের কাছে হার মানলো চট্টগ্রাম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৪ ক্রিকেটের বিভাগীয় পর্যায়ের ফাইনালে হার মেনেছে চট্টগ্রাম। গতকাল শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চট্টগ্রাম ৩ উইকেটে লক্ষ্মীপুরের কাছে হেরে যায়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম। ৪৬.৪ ওভার খেলে তারা সব উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। দুই ওপেনার আরশাদুল হক আয়ান এবং মো. ইভান রায়হান ভালো শুরু করলেও পরবর্তীদের মধ্যে আবদুল্লাহ আল সাইদ ছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি। আরশাদ ৮৭ বল খেলে সর্বোচ্চ ৬৬ রান করে। অপর ওপেনার ইভান ৫৮ বলে ২৬ রান করে আউট হয়। মিডল অর্ডারে আবদুল্লাহ ৪৩ বল খেলে ৩৯ রান সংগ্রহ করে। অতিরিক্ত থেকে যোগ হয় ১৭ রান। লক্ষ্মীপুরের পক্ষে ইফতিহার হোসেন আবিদ ৩টি উইকেট পায়। ২টি করে উইকেট নেয় ইমতিয়াজ হোসেন এবং মো. সালমান। ১টি করে উইকেট দখল করে অনিক এবং তামিম। জবাব দিতে নেমে লক্ষ্মীপুর ৪৯.৪ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ১৬২ রান তুলে। লক্ষ্মীপুরের উদ্বোধনী জুটি ৫১ রান সংগ্রহ করে। ১১ রানে ওপেনার সাদমান সাদিদ মারুফের বলে বোল্ড হলেও অপর ওপেনার মুগ্ধ দাশ সর্বোচ্চ ৩৪ রান সংগ্রহ করে। এরপর মিডল অর্ডারে ইমতিয়াজ হোসেন ১৮,নাফিজ ১১ এবং অনিক ২৯ রান যোগ করে। অতিরিক্ত থেকে আসে ২৮ রান। পরে লক্ষ্মীপুরের দুই ব্যাটার আবিদ এবং তানজিম আহমেদ যথাক্রমে অপরাজিত ১৩ ও অপরাজিত ৯ রান করলে দুই বল বাকি থাকতেই তাদের দল জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে। চট্টগ্রামের পক্ষে আরশাদুল হক আয়ান ১৬ রান দিয়ে ৩টি উইকেট পায়। মো. মারুফ পায় ২টি উইকেট। ১টি করে উইকেট নেয় আবদুল্লাহ আবু সাইদ এবং অর্নব।

পূর্ববর্তী নিবন্ধহেলসের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পাচ্ছেন তামিম
পরবর্তী নিবন্ধপিএসএলে তাসকিনকে নিতে চায় লাহোর এবং পেশাওয়ার