ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

কোপা আমেরিকা কাপের আরো একটি ফাইনাল নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টের প্রথমত সেমিফাইনালে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে পেরুকে। দারুন আক্রমনাত্নক ফুটবল খেলে ম্যাচের প্রথমার্ধেই গোল আদায় করে নিয়েছিল ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আর গোল করতে না পারায় সেই এক গোলের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক ব্রাজিল। গত আসরেও সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল পেরু। ব্রাজিলের পক্ষে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লুকাস পাকেতা। টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন এই মিডফিল্ডার। শুরু থেকেই আক্রমনাত্নক ফুটবল খেলা ব্রাজিল একের পর এক সুযোগ নষ্ট করুছিল। খেলার ৩৫ মিনিটে শেষ পর্যন্ত ডেডলক খোলে ব্রাজিল। মাঝ মাঠ থেকে বল েেয় ডি-বঙে ঢুকে যান নেইমার। পেরুর তিন ডিফেন্ডারকে কাটিয়ে নেইমার বল ঠেলে দেন লুকাস পাতেকার উদ্দেশ্যে। আর ফাকায় দাড়ানো পাতেকা বল জালে পাঠাতে ভুল করেননি মোটেও। প্রথমার্ধের বাকি সময়েও একাধিক সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। কিন্তু গোলের দেখা আর পায়নি চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করে প্রথমার্ধেই পিছিয়ে পড়া পেরু। আর সে সুবাধে সমতা ফেরানোর ভাল একটি সুযোগ পেয়েছিল পেরু খেলার ৫০ মিনিটে। নিজেদের অর্ধ থেকে ইয়োশিমার ইয়োতুনের বাড়ানো বল ধরে ডি বঙ থেকে শট নেন জানলুকা লাপাদুলা। ঝাঁপিয়ে কোনোমতে ফেরান ব্রাজিল গোল রক্ষক এদেরসন। ফিরতি বল ক্লিয়ার করেন ব্রাজিলের এক ডিফেন্ডার। ৬১ মিনিটে রাসিয়েল গার্সিয়ার দূরপাল্লার শট এদেরসন ঝাঁপিয়ে পড়ে রক্ষা না করলে সমতায় ফিরতে পারতো পেরু। এরপর একাধিক পাল্টা আক্রমণ রচনা করে ব্রাজিলও। কিন্তু গোলের সংখ্যা বাড়াতে পারেনি। ৮১ মিনিটে সমতা ফেরানোর আরেকটি সুযোগ হাতছাড়া করে পেরু। ইয়োতুনের ফ্রি কিকে সবার উঁচুতে লাফিয়ে হেড করেন আলেকসান্দার কায়েন্স। কিন্তু বল ছিল না লক্ষ্যে। বেঁচে যায় ব্রাজিল। বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল কিংবা পেরু কোন দলই। ফলে দারুন এক জয় দিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল। এখন টানা দুটি কোপা আমেরিকা কাপ জয়ের অপেক্ষায় ব্রাজিল।

পূর্ববর্তী নিবন্ধকেইনকে আটকাতে আত্মবিশ্বাসী ডেনমার্ক
পরবর্তী নিবন্ধতামিমকে একাদশে পেতে অপেক্ষা করবে দল