ফাইনালে কোয়ালিটি ও বেসিক একাডেমি

মেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

মেয়র কাপ অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে কোয়ালিটি ও বেসিক ক্রিকেট একাডেমি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৫ উইকেটে সানরাইজ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। আগে ব্যাট করে সানরাইজ ক্রিকেট একাডেমি ১৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে মাত্র ২৯ রান করে। জবাবে কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৫ উইকেট হারিয়ে ৩০ রান তুলে নেয়। ম্যান অব দ্যা ম্যাচ কোয়ালিটি ক্রিকেট একাডেমির আয়মান ৩ ওভার বল করে ৬ রান দিয়ে ৪ উইকেট পায়। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ফুটবল খেলোয়াড় অঞ্জন চক্রবর্তী। একই মাঠে দিনের ২য় সেমিফাইনাল খেলায় বেসিক ক্রিকেট একাডেমি ১৯ রানে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বেসিক ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। জবাবে ব্রাদার্স ক্রিকেট একাডেমি সব উইকেট হারিয়ে ৭৮ রান তুলতে সমর্থ হয়। ম্যান অব দ্যা ম্যাচ বেসিক ক্রিকেট একাডেমির আদিব ৩৪ বলে ৪৬ রান করে এবং ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেয়। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ দলের প্রয়াত সাধারণ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্তী সাপপির সহধর্মিণী এবং প্রয়াত ফুটবল খেলোয়াড় নুর হোসেন দৌলতের দুই কন্যা অরিন ও মিম।

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে চলছে লিটনদের ক্লোজডোর অনুশীলন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম শুরু