ফাইনালে আজ মুখোমুখি পানছড়ি ও মাটিরাঙ্গা

চট্টগ্রাম বিভাগীয় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ এ শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম এর বাস্তবায়নে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শেষ পর্যায়ে উপনীত হয়েছে। আজ বুধবার দুপুর ২টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনালে অংশ নেবে খাগড়াছড়ির দুই কলেজ পানছড়ি কলেজ এবং মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ। দুটি দলই চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সব জেলা কলেজ দলকে পিছনে ফেলে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। খাগড়াছড়ি জেলা পর্যায়েও এই দুই কলেজ দল চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছিল। এখন বিভাগীয় পর্যায়ে তারা কি ফলাফল করে তাই আজকের ফাইনালে দেখা হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ৩৫০০০ টাকা প্রাইজমানি,রানার আপ দল ট্রফিসহ ২৫০০০ টাকা প্রাইজমানি।

দ্বিতীয় দল হিসেবে গতকাল ফাইনালে উঠে আসে খাগড়াছড়ির পানছড়ি কলেজ। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পানছড়ি কলেজ, খাগড়াছড়ি টাইব্রেকারে ৫৪ গোলে সিটি কলেজ, কক্সবাজারকে পরাজিত করে ফাইনালে উঠে। নির্ধারিত সময়ে দু’দলের এই খেলা ০০ গোল অমীমাংসিত ছিল। ফলে টাইব্রেকারে খেলার নিস্পত্তি করতে হয়। এর আগে গত সোমবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছিল মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ, খাগড়াছড়ি। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম (সার্বিক) নুসরাত সুলতানা। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী ফাইনাল খেলা উপভোগ করার জন্য ক্রীড়াপ্রেমী দর্শক সহ সংশ্লিষ্টদের মাঠে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট কাল শুরু
পরবর্তী নিবন্ধশত পর্বে ‘তেল ছাড়া পরোটা’